ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গণবিরোধী তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে : ডা. ইরান

  • পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক: লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন মানি না। গণবিরোধী তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। তাই আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগণ রাজপথে শান্তিপূর্ণ অহিংস অবরোধ কর্মসূচি পালন করছে এবং করবে।

বুধবার (২৯ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে নির্দলীয় সরকারের একদফা দাবিতে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে অবরোধ-হরতাল কর্মসূচির সমর্থনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরের ক্ষমতার ময়ূর সিংহাসন ছাড়ার লোভ সামলাতে পারছে না মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, প্রহসনমূলক নির্বাচনী তফসিল দেশে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো সরকারের একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচন একতরফা করার খায়েশ জনগণ প্রতিহত করবে। জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হিসাবে দেশের সংঘাতময় পরিস্থিতির অবসানের লক্ষ্যে অবিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা ও অবৈধ তফসিল স্থগিত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বদলীয় সংলাপে যেতে হবে।

নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারী নেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মো. রাসেল হোসেন, নগর সদস্য এনামুল হক, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গণবিরোধী তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে : ডা. ইরান

পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন মানি না। গণবিরোধী তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। তাই আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগণ রাজপথে শান্তিপূর্ণ অহিংস অবরোধ কর্মসূচি পালন করছে এবং করবে।

বুধবার (২৯ নভেম্বর) প্রেস ক্লাবের সামনে নির্দলীয় সরকারের একদফা দাবিতে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে অবরোধ-হরতাল কর্মসূচির সমর্থনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরের ক্ষমতার ময়ূর সিংহাসন ছাড়ার লোভ সামলাতে পারছে না মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, প্রহসনমূলক নির্বাচনী তফসিল দেশে অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো সরকারের একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচন একতরফা করার খায়েশ জনগণ প্রতিহত করবে। জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হিসাবে দেশের সংঘাতময় পরিস্থিতির অবসানের লক্ষ্যে অবিলম্বে সরকারকে পদত্যাগের ঘোষণা ও অবৈধ তফসিল স্থগিত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বদলীয় সংলাপে যেতে হবে।

নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারী নেত্রী পারভিন আক্তার, কেন্দ্রীয় সদস্য মো. রাসেল হোসেন, নগর সদস্য এনামুল হক, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: