বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা অষ্টম দফার হরতাল-অবরোধ চলাকালে সারাদেশে আরও আটটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, যানবাহনগুলোর মধ্যে রয়েছে পাঁচটি বাস, একটি কন্টেইনার এবং একটি ট্রাক। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, রাজশাহীতে একটি, বগুড়ায় একটি ও কুমিল্লায় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিটের ৬৮ জন কর্মী।
ফায়ার সার্ভিস জানাচ্ছে, এই নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৫টি যানবাহন এবং ১১টি বিভিন্ন স্থাপনা। যার মধ্যে আওয়ামী লীগ-বিএনপির কার্যালয়ও রয়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ