ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প

  • পোস্ট হয়েছে : ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • 87

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর হোয়াইট হাউসে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাস্ক পরিহিত ট্রাম্পকে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসতে দেখা গেছে। হাসাপাতাল ছাড়ার সময় ট্রাম্প তার চিকিৎসার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খুব শিগগিরই পুনরায় নির্বাচনী প্রচারণায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

হাসপাতাল ছাড়ার আগে ট্রাম্প তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন, আশা করি আজ হাসপাতাল থেকে ছাড়া পাবো। করোনা নিয়ে ভয়ের কিছু নেই। আগের চেয়ে খুব ভালো অনুভব করছি। গত বিশ বছরেও এমনটা ভালো অনুভব করিনি। কোনোভাবেই করোনা বিস্তার করতে দেবেন না। করোনা মোকাবিলায় প্রশাসন আরো উন্নত ওষুধ তৈরি করছে’।

ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ লাখ ৭৮ হাজার ৮৪০ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১৫ হাজার ২৩ জন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপরই তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প

পোস্ট হয়েছে : ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর হোয়াইট হাউসে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাস্ক পরিহিত ট্রাম্পকে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসতে দেখা গেছে। হাসাপাতাল ছাড়ার সময় ট্রাম্প তার চিকিৎসার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খুব শিগগিরই পুনরায় নির্বাচনী প্রচারণায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

হাসপাতাল ছাড়ার আগে ট্রাম্প তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন, আশা করি আজ হাসপাতাল থেকে ছাড়া পাবো। করোনা নিয়ে ভয়ের কিছু নেই। আগের চেয়ে খুব ভালো অনুভব করছি। গত বিশ বছরেও এমনটা ভালো অনুভব করিনি। কোনোভাবেই করোনা বিস্তার করতে দেবেন না। করোনা মোকাবিলায় প্রশাসন আরো উন্নত ওষুধ তৈরি করছে’।

ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ লাখ ৭৮ হাজার ৮৪০ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১৫ হাজার ২৩ জন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপরই তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: