বিজনেস আওয়ার ডেস্ক : বিদায়ী সপ্তাহে (০৩-০৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঔষধ ও রসায়ন খাতে ১২ দশমিক ৩০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর খাদ্য খাতে ১১ দশমিক ৩০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ৯ দশমিক ৭০ শতাংশ, কাগজ খাতে ৭ দশমিক ৩০ শতাংশ, সাধারন বিমা খাতে ৬ দশমিক ৪০ শতাংশ, বস্ত্র খাতে ৬ দশমিক ২০ শতাংশ, আইটি খাতে ৫ দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩ দশমিক ২০ শতাংশ, ভ্রমণ খাতে ৩ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৭০ শতাংশ, জীবন বিমা খাতে ২ দশমিক ৬০ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ২০ শতাংশ, ট্যানারি খাতে ২ দশমিক ১০ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ৫০ শতাংশ, ব্যাংক খাতে ০ দশমিক ৮০ শতাংশ, আর্থিক খাতে ০ দশমিক ৪০ শতাংশ এবং যোগাযোগ খাতে ০ দশমিক ০ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার / ৯ ডিসেম্বর / বিএইচ