ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারের বন্ধু পরিচয়ে প্রতারণা

  • পোস্ট হয়েছে : ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • 55

বিজনেস আওয়ার ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের বন্ধু পরিচয়ে প্রতারণার দায়ে ভাটারা থানার মামলায় আশরাফুল ওমর উজ্জ্বল নামে এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর মেহেদী ইমাম বাদী হয়ে ভাটার থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৩ জুলাই আদালতে আশরাফুল ওমর উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার এজাহারে মেহেদী উল্লেখ করেন, আশরাফুল ওমর উজ্জ্বল ভাটারা থানাধীন নর্দায় আমার জাপান মোটরসে আমার শো রুমে গাড়ি কিনতে আসে। তখন সে নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন খেলোয়াড় ও সাবেক আন্ডার নাইন্টিনের অধিনায়ক হিসাবে পরিচয় দেয় এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপির ছোট ভাই, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ছোট ভাই ও মুশফিকুর রহিমের বন্ধু এবং বর্তমান ক্রিকেটার অনেকের সঙ্গে তার সখ্য রয়েছে বলে দাবি। বিভিন্ন ক্রিকেটার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি দেখিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে বিশ্বাস স্থাপন করান।

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ সিনিয়র ক্রিকেটারদের আমার শো-রুমে নিয়ে আসবে এবং তাদের ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলে শোরুমে গাড়ি বিক্রি ভালো হবে বলে আমাকে প্রলোভন দেখায়। পরে সে আমার কাছে টাকা ধার হিসেবে চায় এবং বলে যখন গাড়ি কিনবে তখন সমস্ত টাকা পরিশোধ করে দেবে। আমি সরল বিশ্বাসে দুই দফায় তাকে ১ লাখ টাকা দিই। বিবাদীর কাছে আমার পাওনা টাকা চাইলে সে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে।

পরবর্তীতে আমি জানতে পারি মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি পরিচয়ে যাহাদের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করিয়ে দেয় তাহারা কেউই মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি নয় বরং অন্য কাউকে মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি সাজিয়ে যোগাযোগ করেছে।

বিজনেস আওয়ার/১০ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্রিকেটারের বন্ধু পরিচয়ে প্রতারণা

পোস্ট হয়েছে : ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের বন্ধু পরিচয়ে প্রতারণার দায়ে ভাটারা থানার মামলায় আশরাফুল ওমর উজ্জ্বল নামে এক আসামিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর মেহেদী ইমাম বাদী হয়ে ভাটার থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৩ জুলাই আদালতে আশরাফুল ওমর উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার এজাহারে মেহেদী উল্লেখ করেন, আশরাফুল ওমর উজ্জ্বল ভাটারা থানাধীন নর্দায় আমার জাপান মোটরসে আমার শো রুমে গাড়ি কিনতে আসে। তখন সে নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন খেলোয়াড় ও সাবেক আন্ডার নাইন্টিনের অধিনায়ক হিসাবে পরিচয় দেয় এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপির ছোট ভাই, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ছোট ভাই ও মুশফিকুর রহিমের বন্ধু এবং বর্তমান ক্রিকেটার অনেকের সঙ্গে তার সখ্য রয়েছে বলে দাবি। বিভিন্ন ক্রিকেটার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি দেখিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে বিশ্বাস স্থাপন করান।

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ সিনিয়র ক্রিকেটারদের আমার শো-রুমে নিয়ে আসবে এবং তাদের ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলে শোরুমে গাড়ি বিক্রি ভালো হবে বলে আমাকে প্রলোভন দেখায়। পরে সে আমার কাছে টাকা ধার হিসেবে চায় এবং বলে যখন গাড়ি কিনবে তখন সমস্ত টাকা পরিশোধ করে দেবে। আমি সরল বিশ্বাসে দুই দফায় তাকে ১ লাখ টাকা দিই। বিবাদীর কাছে আমার পাওনা টাকা চাইলে সে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে।

পরবর্তীতে আমি জানতে পারি মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি পরিচয়ে যাহাদের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করিয়ে দেয় তাহারা কেউই মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি নয় বরং অন্য কাউকে মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি সাজিয়ে যোগাযোগ করেছে।

বিজনেস আওয়ার/১০ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: