সপ্তাহের প্রথম কার্যদিবস বা রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩২৯টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টি বা ৩০ দশমিক ৪০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
রোববার (১০ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে শমরিতা হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৩.৬০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৮.২০ টাকা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৩৩ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৫ দশমিক ১৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৪ দশমিক ৯১ শতাংশ, ইমারাল অয়েলের ৪ দশমিক ২৭ শতাংশ, আজিজ পাইপ্সের ৩ দশমিক ৮৩ শতাংশ, সোনালী আশেঁর ৩ দশমিক ৮২ শতাংশ, মেঘনা পেটের ৩ দশমিক ৬৯ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৫৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৪৩ শতাংশের এবং বিচ হ্যাচারির ৩ দশমিক ২২ শতাংশের শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/এএইচএ