ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সজল-নাবিলার ‘সে’

  • পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • 40

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘সে’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল ও অভিনেত্রী নাবিলা ইসলাম। নাটকটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এ নাটকে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, রেশমী প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে- কিছুদিন হলো রক্তিম আর চৈতীর বিয়ে হয়েছে। দাম্পত্য জীবনে ওরা বেশ সুখী। কিন্তু গত তিন /চার দিন ধরে রক্তিম লক্ষ্য করে কেউ একজন ওদের দুজনকে অথবা ওদের বাড়িটাকে নজরে রেখেছে। ব্যাপারটা নিয়ে রক্তিম আলোচনা করে চৈতীর সঙ্গে। তারা চিন্তিত, যে লোকটা নজরে রেখেছে তাকে দেখতে ধান্দাবাজ টাইপের।

একদিন দুপুরে চৈতী বাসায় একা। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। চৈতী দরজা খুলতেই হুড়মুড় করে সেই লোকটি ঘরে প্রবেশ করে। সে চৈতীকে নানাভাবে ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে শারীরিকভাবে আক্রমণ করলে চৈতী চিৎকার শুরু করে। সে চৈতীর মুখ চেপে ধরে এবং চড়থাপ্পড় মারতে থাকে। তার কথা শুনে মনে হয় সে চৈতীর প্রাক্তন প্রেমিক। চৈতী তাকে ঠকিয়ে রক্তিমকে বিয়ে করেছে।

অন্য দিকে রক্তিম অফিস থেকে কোন ভাবেই চৈতীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ল্যান্ডফোন, মোবাইল সবাই বন্ধ পায়। অস্থির হয়ে সে অফিস থেকে বেরিয়ে আসে। দ্রুত বাসায় এসে সে অনবরত কলিং বেল চাপে, ধরজা ধাক্কায়, কিন্তু কেউ দরজা খোলেনা। এক সময় সে অন্যদের সহায়তায় দরজা ভেঙে ফেলে। ভেতরে প্রবেশ করে রক্তিম চমকে উঠে। এভাবেই গল্পটি এগিয়ে যায়।

নাটকটি প্রসসঙ্গে পরিচালকদ্বয় জানান, সম্প্রতি মিরপুর ডিওএইচএসের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। অন্তরীপ প্রডাকশন প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক জহির করিম। একটি বেসরকারি একটি টিভি চ্যানেলে শিগগিরই ‘সে’ প্রচারিত হবে।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সজল-নাবিলার ‘সে’

পোস্ট হয়েছে : ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘সে’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা আব্দুন নূর সজল ও অভিনেত্রী নাবিলা ইসলাম। নাটকটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এ নাটকে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, রেশমী প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে- কিছুদিন হলো রক্তিম আর চৈতীর বিয়ে হয়েছে। দাম্পত্য জীবনে ওরা বেশ সুখী। কিন্তু গত তিন /চার দিন ধরে রক্তিম লক্ষ্য করে কেউ একজন ওদের দুজনকে অথবা ওদের বাড়িটাকে নজরে রেখেছে। ব্যাপারটা নিয়ে রক্তিম আলোচনা করে চৈতীর সঙ্গে। তারা চিন্তিত, যে লোকটা নজরে রেখেছে তাকে দেখতে ধান্দাবাজ টাইপের।

একদিন দুপুরে চৈতী বাসায় একা। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। চৈতী দরজা খুলতেই হুড়মুড় করে সেই লোকটি ঘরে প্রবেশ করে। সে চৈতীকে নানাভাবে ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে শারীরিকভাবে আক্রমণ করলে চৈতী চিৎকার শুরু করে। সে চৈতীর মুখ চেপে ধরে এবং চড়থাপ্পড় মারতে থাকে। তার কথা শুনে মনে হয় সে চৈতীর প্রাক্তন প্রেমিক। চৈতী তাকে ঠকিয়ে রক্তিমকে বিয়ে করেছে।

অন্য দিকে রক্তিম অফিস থেকে কোন ভাবেই চৈতীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ল্যান্ডফোন, মোবাইল সবাই বন্ধ পায়। অস্থির হয়ে সে অফিস থেকে বেরিয়ে আসে। দ্রুত বাসায় এসে সে অনবরত কলিং বেল চাপে, ধরজা ধাক্কায়, কিন্তু কেউ দরজা খোলেনা। এক সময় সে অন্যদের সহায়তায় দরজা ভেঙে ফেলে। ভেতরে প্রবেশ করে রক্তিম চমকে উঠে। এভাবেই গল্পটি এগিয়ে যায়।

নাটকটি প্রসসঙ্গে পরিচালকদ্বয় জানান, সম্প্রতি মিরপুর ডিওএইচএসের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। অন্তরীপ প্রডাকশন প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক জহির করিম। একটি বেসরকারি একটি টিভি চ্যানেলে শিগগিরই ‘সে’ প্রচারিত হবে।

বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: