ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাদিক আবদুল্লাহ দম্পতির যুক্তরাষ্ট্রে সম্পদের খোঁজে ইসি

  • পোস্ট হয়েছে : ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 64

বিজনেস আওয়ার ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সেদেশে থাকা সম্পদের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তাও নিতে বলেছে ইসি। গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়।

জানা গেছে, নির্দেশনাটি ইসির আইন শাখার দায়িত্বশীল কর্মকর্তারা পাঠিয়েছেন। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় তার নিজের ও স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ সম্পর্কে তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আপিল করেছেন ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ।

ওই আপিল সংক্রান্ত শুনানি মুলতবি করে চাওয়া তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত দিবে ইসি। এজন্য ১৪ ডিসেম্বরের মধ্যে সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে ইসি।

গত ৬ ডিসেম্বর সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। এরপর ৯ ডিসেম্বর জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন সাদিক আবদুল্লাহ। তিনি জাহিদ ফারুকের বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ আনেন। তার আবেদনেরও শুনানি হবে আগামী ১৫ ডিসেম্বর।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাদিক আবদুল্লাহ দম্পতির যুক্তরাষ্ট্রে সম্পদের খোঁজে ইসি

পোস্ট হয়েছে : ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সেদেশে থাকা সম্পদের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তাও নিতে বলেছে ইসি। গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়।

জানা গেছে, নির্দেশনাটি ইসির আইন শাখার দায়িত্বশীল কর্মকর্তারা পাঠিয়েছেন। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় তার নিজের ও স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ সম্পর্কে তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আপিল করেছেন ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ।

ওই আপিল সংক্রান্ত শুনানি মুলতবি করে চাওয়া তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত দিবে ইসি। এজন্য ১৪ ডিসেম্বরের মধ্যে সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে ইসি।

গত ৬ ডিসেম্বর সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। এরপর ৯ ডিসেম্বর জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন সাদিক আবদুল্লাহ। তিনি জাহিদ ফারুকের বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ আনেন। তার আবেদনেরও শুনানি হবে আগামী ১৫ ডিসেম্বর।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: