বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটালের উদ্যোক্তা পরিচালক ডা. এ.বি.এম হারুন শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা কোম্পানির ১ লাখ শেয়ার বেচবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ.বি.এম হারুনের কাছে ১৪ লাখ ৭৫ হাজার ৬২১টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক এবং ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: