বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টি বা ২৪.২০ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে সি পার্ল বিচের।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবসে সি পার্লের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৫.৯০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬৮.১০ টাকা। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৮০ টাকা বা ৪.৪৩ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়ামের ৪.৪৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২.৬৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৫৪ শতাংশ, এসকে ট্রিমস, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২.৩৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ২.২৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ২.২৭, সমতা লেদারের ২.২৬ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২.১৯ শতাংশ।
বিজনেস আওয়ার/এএইচএ