বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। একইসঙ্গে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে ই্মিনেন্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে ১৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাইফুল ইসলাম ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক। তিনি সংগঠনটির সপ্তম সভাপতি হিসেবে ২০২৪ ও ২০২৫ মেয়াদে ডিবিএর নেতৃত্ব দেবেন। এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক এবং টানা দুই মেয়াদে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন স্যার সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আলী সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমসের ও এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।
উল্লেখ্য, ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত পর্ষদ ২০২৪ ও ২০২৫ মেয়াদে পরবর্তী দুই বছর ডিবিএ’র দায়িত্ব পালন করবেন।
সভাপতি নির্বাচিত হয়ে সাইফুল ইসলাম অ্যাসোসিয়েশনের সব সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি ব্রোকারদের স্বার্থ রক্ষার পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজনেস আওয়ার/এএইচএ