বিজনেস আওয়ার প্রতিবেদক: গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ১৮ কোটি মানুষ এখন শেখ হাসিনার পতনের অপেক্ষা করছে। আজ (বুধবার) প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, এ সরকার জনগণের সাথে তামাশা করছে। আমাদের দেশকে যারা শোষণ, নির্যাতন, নিপীড়ন করছে, তাদের যে সিন্ডিকেটের শিরোমণি দরবেশ সাহেব, তিনি বাংলাদেশের সমস্ত টাকা-পয়সা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে। বাংলাদেশকে একটা সাংঘাতিক অর্থনৈতিক সংকটে ফেলে দিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের অনুগত। ৭ জানুয়ারি ভোটের দরকার নেই, জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা যে তালিকা দেবেন সেই তালিকাই হাবিবুল আউয়াল প্রকাশ করে দেবেন।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি,পিপলস পার্টির কো-চেয়ারম্যান নাসির খান ভাসানীসহ গণফোরামের আরো অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিজনেস আওয়াার/১৩ডিসেম্বর/বিএইচ