ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের প্রথম টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে

  • পোস্ট হয়েছে : ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রথম টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে টেকসই ভবিষ্যতের প্রতি ব্যাংকটির অবদান, অবস্থান ও অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিশ্বের বহুল ব্যবহৃত ও স্বীকৃত গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) ফ্রেমওয়ার্ক অনুসরণ করে, পরিবেশ, সমাজ ও সুশাসনের (ইএসজি) পরিমাপে ব্যাংকের কর্মকাণ্ডের প্রভাবের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

পাশাপাশি টেকসইয়ের লক্ষ্যে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে।

প্রতিবেদনে ২০২২ সালে আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল রূপান্তরসহ ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় ঘিরে নেওয়া দীর্ঘমেয়াদি কৌশলকে পরিচালনা করে এমন শাসন কাঠামোর বিবরণও রয়েছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ব্যাংকের প্রথম সাস্টেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশের জন্য তাঁর সহকর্মীদের প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি সুস্পষ্ট এবং উন্নয়নশীল কৌশল বাস্তবায়নের মাধ্যমে টেকসইয়ের ওপর ব্যাংকের মনোযোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘এই প্রতিবেদন মূল্যবোধ-নির্ভর, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং চর্চার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। টেকসইয়ের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সব সময়ই সামাজিক এবং পরিবেশগত বিভিন্ন বিষয় বিবেচনা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রথম প্রতিবেদন টেকসইয়ের প্রতি ব্যাংকের তিনটি স্তম্ভকে ঘিরে তৈরি করা হয়েছে; এগুলো হলো, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং চর্চার প্রতিশ্রুতি, টেকসইয়ের সঙ্গে মুনাফার ভারসাম্য বজায় রাখার অঙ্গীকার এবং নিজেদের কেবল ব্যাংকিং কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইতিবাচক প্রভাব বিস্তারে কাজ করা।

বিজনেস আওয়ার/১৫ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্র্যাক ব্যাংকের প্রথম টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে

পোস্ট হয়েছে : ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রথম টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে টেকসই ভবিষ্যতের প্রতি ব্যাংকটির অবদান, অবস্থান ও অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিশ্বের বহুল ব্যবহৃত ও স্বীকৃত গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) ফ্রেমওয়ার্ক অনুসরণ করে, পরিবেশ, সমাজ ও সুশাসনের (ইএসজি) পরিমাপে ব্যাংকের কর্মকাণ্ডের প্রভাবের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

পাশাপাশি টেকসইয়ের লক্ষ্যে ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে।

প্রতিবেদনে ২০২২ সালে আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল রূপান্তরসহ ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় ঘিরে নেওয়া দীর্ঘমেয়াদি কৌশলকে পরিচালনা করে এমন শাসন কাঠামোর বিবরণও রয়েছে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ব্যাংকের প্রথম সাস্টেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশের জন্য তাঁর সহকর্মীদের প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি সুস্পষ্ট এবং উন্নয়নশীল কৌশল বাস্তবায়নের মাধ্যমে টেকসইয়ের ওপর ব্যাংকের মনোযোগ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘এই প্রতিবেদন মূল্যবোধ-নির্ভর, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং চর্চার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। টেকসইয়ের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সব সময়ই সামাজিক এবং পরিবেশগত বিভিন্ন বিষয় বিবেচনা করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রথম প্রতিবেদন টেকসইয়ের প্রতি ব্যাংকের তিনটি স্তম্ভকে ঘিরে তৈরি করা হয়েছে; এগুলো হলো, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং চর্চার প্রতিশ্রুতি, টেকসইয়ের সঙ্গে মুনাফার ভারসাম্য বজায় রাখার অঙ্গীকার এবং নিজেদের কেবল ব্যাংকিং কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইতিবাচক প্রভাব বিস্তারে কাজ করা।

বিজনেস আওয়ার/১৫ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: