বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১০-১৪ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১১০টির দর বেড়েছে, ৬৫টির দর কমেছে, ২১২টির দর অপরিবর্তিত ছিল এবং ১৮টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ মনোস্পুল পেপারের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১.২৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের দর কমেছে ১০.৪২ শতাংশ, সমরিতা হাসপাতালের ১০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৯.২৯ শতাংশ, সমতা লেদারের ৮.৮৩ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৮.৪৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৮.৪৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.২৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.৩৭ শতাংশ এবং মেঘনা পেটের ৬.৯০ শতাংশ।
বিজনেস আওয়ার/১৬ডিসেম্বর/বিএইচ