স্পোর্টস ডেস্ক: ২০২০ সালে ইন্টারনেট সার্চে ভারতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেলেব্রেটিদের তালিকায় শীর্ষে স্থান পেয়েছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। শাহরুখ খান, আনুশকা শর্মা, তাবাসসুম ফাতিমা হাশমি (তাবু), তাপসী পান্নুর মতো বলিউড তারকারাও এ তালিকায় রোনালদোর পেছনে।
জানা গেছে, অ্যান্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশ করে থাকে। সেখানে তারা দেখায় ইন্টারনেটে কোন কোন সেলেব্রেটিকে নিয়ে ঘাঁটঘাটি করলে ব্রাউজকারীর অজান্তে তার ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে।
ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাভাবিকভাবেই ইন্টারনেটে তাকে নিয়ে অনেক সার্চ হয়। ‘আন্ধাধুন’ এবং ‘এ সাবটল বয়’ মুভির কারণে সম্প্রতি বলিউড অভিনেত্রী তাবুকে নিয়ে ইন্টারনেট সার্চ বেড়েছে ভারতে।
ম্যাকাফি জানিয়েছে, রোনালদোর পর ঝুঁকিপূর্ণ সেলেব্রেটির তালিকায় রয়েছেন তাবু। তিন নম্বরে থাকা তাপসী পান্নুর সার্চ বেড়ে যাওয়ার কারণ তার সাম্প্রতিক মুভি ‘চয়েসেজ লাইক পিংক’ ও ‘থাপ্পড়’। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন আনুশকা শর্মা ও সোনাক্ষী সিনহা।
বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২০/এ