ঢাকা , বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ‘হেলিকপ্টার রেস্তোরাঁ’

  • পোস্ট হয়েছে : ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 53

বিজনেস আওয়ার প্রতবেদক: পটুয়াখালীতে চালু হয়েছে ‘হেলিকপ্টার রেস্তোরাঁ’। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন হওয়া এ রেস্তোরাঁ বেশ আকর্ষণীয়। হেলিকপ্টার রেস্তোরাঁটি উদ্বোধনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর সেখানে ভিড় করছেন। রেস্তোরাঁটি তৈরি করেছেন পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের কাজীরহাট এলাকার ওয়ার্কশপ মেকানিক মেহেদী হাসান। বর্তমানে শহরের ফোর লেন সংলগ্ন শহীদ মিনার চত্বরে হেলিকপ্টার রেস্তোরাঁটি চালু রাখা হয়েছে।

অভাবের সংসারে মেহেদীর লেখাপড়া করা সম্ভব হয়নি। সংসারের ঘানি টানতে একটি ওয়ার্কশপে কাজ শুরু করেন। তখন থেকেই ভিন্ন কিছু করার চিন্তা করেন তিনি। একপর্যায়ে হেলিকপ্টারের আদলে বানিয়ে ফেলেন রেস্তোরাঁটি। মেহেদী হাসান বলেন, ‘বানাতে চেয়েছিলাম প্লেন। কিন্তু তাতে খরচ বেশি হওয়ায় হেলিকপ্টার বানাই। অর্থাভাবে আরিফুল ইসলাম ও আল-আমিনসহ আমরা তিন বন্ধু মিলে নির্মাণকাজ সম্পন্ন করি।’

হেলিকপ্টারটি নিয়ে সারাদেশ ঘোরার পরিকল্পনা রয়েছে বলে জানান মেহেদী হাসান।

হেলিকপ্টার রেস্তোরাঁর উদ্যোক্তা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা তিন বন্ধু মিলে রেস্তোরাঁটি তৈরি করেছি। এখানে মানুষ বিনোদন পাবেন বলে আশা করি।’

এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, এটি একটি সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগ। এ ধরনের রেস্তোরাঁ শহরবাসীকে বিনোদন দেবে। হেলিকপ্টারে বসার যে অনুভূতি তা এখানে পাবেন।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘ভ্রাম্যমাণ রেস্তোরাঁটি সারাদেশ ঘুরবে। এতে আমাদের জেলার নাম ও সুনাম ছড়িয়ে পড়বে সর্বত্র। খাবারের মান ভালো করতে পারলে এদের অগ্রযাত্রা দীর্ঘস্থায়ী হবে।’

বিজনেস আওয়ার/১৭ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পটুয়াখালীতে ‘হেলিকপ্টার রেস্তোরাঁ’

পোস্ট হয়েছে : ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতবেদক: পটুয়াখালীতে চালু হয়েছে ‘হেলিকপ্টার রেস্তোরাঁ’। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন হওয়া এ রেস্তোরাঁ বেশ আকর্ষণীয়। হেলিকপ্টার রেস্তোরাঁটি উদ্বোধনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর সেখানে ভিড় করছেন। রেস্তোরাঁটি তৈরি করেছেন পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের কাজীরহাট এলাকার ওয়ার্কশপ মেকানিক মেহেদী হাসান। বর্তমানে শহরের ফোর লেন সংলগ্ন শহীদ মিনার চত্বরে হেলিকপ্টার রেস্তোরাঁটি চালু রাখা হয়েছে।

অভাবের সংসারে মেহেদীর লেখাপড়া করা সম্ভব হয়নি। সংসারের ঘানি টানতে একটি ওয়ার্কশপে কাজ শুরু করেন। তখন থেকেই ভিন্ন কিছু করার চিন্তা করেন তিনি। একপর্যায়ে হেলিকপ্টারের আদলে বানিয়ে ফেলেন রেস্তোরাঁটি। মেহেদী হাসান বলেন, ‘বানাতে চেয়েছিলাম প্লেন। কিন্তু তাতে খরচ বেশি হওয়ায় হেলিকপ্টার বানাই। অর্থাভাবে আরিফুল ইসলাম ও আল-আমিনসহ আমরা তিন বন্ধু মিলে নির্মাণকাজ সম্পন্ন করি।’

হেলিকপ্টারটি নিয়ে সারাদেশ ঘোরার পরিকল্পনা রয়েছে বলে জানান মেহেদী হাসান।

হেলিকপ্টার রেস্তোরাঁর উদ্যোক্তা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা তিন বন্ধু মিলে রেস্তোরাঁটি তৈরি করেছি। এখানে মানুষ বিনোদন পাবেন বলে আশা করি।’

এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, এটি একটি সুন্দর ও ব্যতিক্রমী উদ্যোগ। এ ধরনের রেস্তোরাঁ শহরবাসীকে বিনোদন দেবে। হেলিকপ্টারে বসার যে অনুভূতি তা এখানে পাবেন।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘ভ্রাম্যমাণ রেস্তোরাঁটি সারাদেশ ঘুরবে। এতে আমাদের জেলার নাম ও সুনাম ছড়িয়ে পড়বে সর্বত্র। খাবারের মান ভালো করতে পারলে এদের অগ্রযাত্রা দীর্ঘস্থায়ী হবে।’

বিজনেস আওয়ার/১৭ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: