ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন মাশরাফি-সাকিব

  • পোস্ট হয়েছে : ১২:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • 48

স্পোর্টস ডেস্ক: মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে টাইগার ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। দু’জনের মাঠের বাইরে থাকার কারণ ভিন্ন। সাকিবকে সবধরনের ক্রিকেটে আইসিসি নিষিদ্ধ করেছিল ১ বছরের জন্য। অন্যদিকে ক্রিকেটকে বিদায় না বললেও ব্যস্ত ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে। ৭ মাস ধরে মাশরাফি ক্রিকেটের বাইরে।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন দু’জনই ফিরবেন নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে।

আগামী ২৯শে অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সাকিবের ফেরা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্যই সাকিব খেলবে, আমি আশা করি।

মাশরাফির মাঠে ফেরা নিয়ে পাপন বলেন, মাশরাফি তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে না খেললেও কিন্তু টি-টোয়েন্টিতে খেলবে। তিন দলের টুর্নামেন্টে যে সে খেলতে চায়না তা নয়। প্রস্তুতির একটা ব্যাপার আছে। ওদের তো কোয়ারেন্টিনে রাখতে হবে। কোয়ারেন্টিন, ওর প্রস্ততি, ফিটনেস এসবে সময় লাগবে। সেজন্য খেলবে না মাশরাফি।

বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন মাশরাফি-সাকিব

পোস্ট হয়েছে : ১২:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে টাইগার ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। দু’জনের মাঠের বাইরে থাকার কারণ ভিন্ন। সাকিবকে সবধরনের ক্রিকেটে আইসিসি নিষিদ্ধ করেছিল ১ বছরের জন্য। অন্যদিকে ক্রিকেটকে বিদায় না বললেও ব্যস্ত ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে। ৭ মাস ধরে মাশরাফি ক্রিকেটের বাইরে।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন দু’জনই ফিরবেন নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে।

আগামী ২৯শে অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সাকিবের ফেরা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্যই সাকিব খেলবে, আমি আশা করি।

মাশরাফির মাঠে ফেরা নিয়ে পাপন বলেন, মাশরাফি তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে না খেললেও কিন্তু টি-টোয়েন্টিতে খেলবে। তিন দলের টুর্নামেন্টে যে সে খেলতে চায়না তা নয়। প্রস্তুতির একটা ব্যাপার আছে। ওদের তো কোয়ারেন্টিনে রাখতে হবে। কোয়ারেন্টিন, ওর প্রস্ততি, ফিটনেস এসবে সময় লাগবে। সেজন্য খেলবে না মাশরাফি।

বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: