ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে একাই অনুশীলন করবেন মাশরাফি

  • পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • 48

স্পোর্টস ডেস্ক: বিসিবির পরিকল্পনায় থাকা কর্পোরেট টি-টোয়েন্টি দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে উদগ্রীব বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে লক্ষ্যে আগামী ১০-১১ অক্টোবর থেকে মিরপুরে অনুশীলন শুরু করতে পারেন ম্যাশ।

এরআগে বিসিবির সঙ্গে যোগাযোগ করে মাঠে অনুশীলনের ব্যবস্থা করে নিতে হবে মাশরাফিকে। কারণ বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করছেন ক্রিকেটারা। মাশরাফি জৈব সুরক্ষা বলয়ের অংশ না হওয়ায় তাকে আলাদাভাবে অনুশীলন করতে হবে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে ছিলাম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হলে অনুশীলন করে তারপর নিজেকে প্রস্তুত করতে হবে। বিসিবির সঙ্গে যোগাযোগ করে ৪-৫ দিনের মধ্যে অনুশীলন শুরু করব।

উল্লেখ্য, গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর কোনো ধরণের ম্যাচ খেলা হয়নি তার।

বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মিরপুরে একাই অনুশীলন করবেন মাশরাফি

পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: বিসিবির পরিকল্পনায় থাকা কর্পোরেট টি-টোয়েন্টি দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে উদগ্রীব বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে লক্ষ্যে আগামী ১০-১১ অক্টোবর থেকে মিরপুরে অনুশীলন শুরু করতে পারেন ম্যাশ।

এরআগে বিসিবির সঙ্গে যোগাযোগ করে মাঠে অনুশীলনের ব্যবস্থা করে নিতে হবে মাশরাফিকে। কারণ বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অনুশীলন করছেন ক্রিকেটারা। মাশরাফি জৈব সুরক্ষা বলয়ের অংশ না হওয়ায় তাকে আলাদাভাবে অনুশীলন করতে হবে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে ছিলাম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হলে অনুশীলন করে তারপর নিজেকে প্রস্তুত করতে হবে। বিসিবির সঙ্গে যোগাযোগ করে ৪-৫ দিনের মধ্যে অনুশীলন শুরু করব।

উল্লেখ্য, গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন মাশরাফি। ওই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর কোনো ধরণের ম্যাচ খেলা হয়নি তার।

বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: