বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্বাচন সহায়তাকারী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বিএনপির সাবেক এমপি। এমন নিয়োগ বিজ্ঞপ্তিতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট আকারে বিজ্ঞপ্তিটি প্রচারণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে সহায়তা করার জন্য জরুরি ভিত্তিতে প্রতি ওয়ার্ডে কয়েকজন পুরুষ ও মহিলা স্ব-স্ব ওয়ার্ডের জন্য স্বল্পকালীন নির্বাচন সহায়তাকারী নিয়োগ দেয়া হবে। নিয়োগপ্রাপ্ত নির্বাচন সহায়তাকারীকে যথাযথ সম্মানী দেয়া হবে। নিয়োগ পেতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি। জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগ্রহীদের বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সরাসরি পাকুন্দিয়া সদর ঈদগা মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। সহায়তাকারীদের ২৫ ডিসেম্বর কাজে যোগ দিতে হবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতে হবে।
সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
তিনি বলেন, আমি তো বিএনপির না। আমি বিএনপির বহিষ্কৃত নেতা। আমার তো দলীয় কোনো লোক নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। তাই আমার নির্বাচনে সহায়তার লোক প্রয়োজন আর সেই জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে প্রার্থীরা হলেন- আবদুল কাহার আকন্দ (আওয়ামী লীগ), মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), মো. আখতারুজ্জামান (স্বতন্ত্র), মো. বিল্লাল হোসেন (বিএনএফ), মীর আবু তৈয়ব মোহাম্মদ রেজাউল করিম (গণফ্রন্ট) ও আলেয়া (ন্যাশনাল পিপলস পার্টি)।
বিজনেস আওয়ার/এএইচএ