বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৯টি দেশ ও ৪ টি আন্তর্জাতিক জোট ঢাকায় দায়িত্ব পালন করতে অনুমতি নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এরপর আরও অনেকে এই তালিকায় যুক্ত হতে পারে। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ টিম, এবং কমনওয়েলথ, ও আই সি, আরব লীগ, জাপান, চীন, রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা, জর্জিয়া, মরিশাশ, উজবেকিস্তান ও প্যালেস্টাইন পর্যবেক্ষক দল পাঠানো নিশ্চিত করেছে।
সেহেলী সাবরীন বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।
এদিকে সম্প্রতি, ট্রেনে নাশকতার আগুনে ৪ জনের মারা যাবার ঘটনায় অস্ট্রেলিয়ার হাইকমিশন এবং ফ্রান্সের দূতাবাস বিবৃতি দিয়েছে। ঢাকার অন্য কোনো দূতাবাসের এরকম কোনো বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় এর গোচরে আসেনি বলে জানান মুখপাত্র।
বিজনেস আওয়ার/এএইচএ