আন্তর্জাতিক ডেস্ক: চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের ঐতিহাসিক চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ জনের প্রাণ গেছে। তাছাড়া আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কলা ভবনের দর্শন বিভাগে এলোপাতাড়ি গুলি চালায়। ২৪ বছর বয়সী হামলাকারী ওই বিভাগেরই ছাত্র। ঘটনার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা একাধিক অস্ত্র উদ্ধার করা হয়। একই দিন হামলাকারীর বাবাকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া গতসপ্তাহে প্রাগের একটি জঙ্গলে দুটি হত্যাকাণ্ডেও এই একই ব্যক্তি জড়িত বলে ধারণা করছে পুলিশ।
নজিরবিহীন এই ঘটনায় ২৩ ডিসেম্বর একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পিতর পাভেল।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: