ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বছর শেষেও র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

  • পোস্ট হয়েছে : ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • 112

স্পোর্টস ডেস্ক: গত কয়েক মাস ধরে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। সবার ওপরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। আজ ২০২৩ সালের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে আর্জেন্টিনা। র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ফ্রান্স এবং তিন নম্বরে ইংল্যান্ড অবস্থান করছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ বছরের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছে স্পেন এবং ব্রাজিল আছে পঞ্চম স্থানে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮৩তম। ৬ এপ্রিল হালনাগাদ করা বছরের প্রথম র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৯২ নম্বরে। এক বছরে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। যদিও সেবার বছর শেষে র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে। তখন শীর্ষে ছিল ব্রাজিল। এক বছরে আর্জেন্টিনা শীর্ষে গেলেও ব্রাজিল নেমে গেছে পাঁচে। ২০২৩ সালের এপ্রিলে র‍্যাঙ্কিং হালনাগাদের পর ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা।

তবে গত নভেম্বরের হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ের সঙ্গে ডিসেম্বরের শেষের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন হয়নি। শীর্ষ দশের কারো অবস্থানেরই পরিবর্তন হয়নি। এর কারণ হলো গেল মাসে ম্যাচসংখ্যা কম ছিল। এ সময়ে মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে; যার ৯টিই খেলেছে ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দলগুলো। অন্য দুটি ম্যাচ ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বছর শেষেও র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

পোস্ট হয়েছে : ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: গত কয়েক মাস ধরে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। সবার ওপরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। আজ ২০২৩ সালের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে আর্জেন্টিনা। র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ফ্রান্স এবং তিন নম্বরে ইংল্যান্ড অবস্থান করছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ বছরের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছে স্পেন এবং ব্রাজিল আছে পঞ্চম স্থানে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮৩তম। ৬ এপ্রিল হালনাগাদ করা বছরের প্রথম র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৯২ নম্বরে। এক বছরে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। যদিও সেবার বছর শেষে র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে। তখন শীর্ষে ছিল ব্রাজিল। এক বছরে আর্জেন্টিনা শীর্ষে গেলেও ব্রাজিল নেমে গেছে পাঁচে। ২০২৩ সালের এপ্রিলে র‍্যাঙ্কিং হালনাগাদের পর ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা।

তবে গত নভেম্বরের হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ের সঙ্গে ডিসেম্বরের শেষের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন হয়নি। শীর্ষ দশের কারো অবস্থানেরই পরিবর্তন হয়নি। এর কারণ হলো গেল মাসে ম্যাচসংখ্যা কম ছিল। এ সময়ে মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে; যার ৯টিই খেলেছে ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের দলগুলো। অন্য দুটি ম্যাচ ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: