বিজনেস আওয়ার ডেস্ক: ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘ডাঙ্কি’। কিংখান শাহরুখ খানের অভিনীত আলোচিত এই সিনেমা । ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমা।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, চলতি বছরে শাহরুখের তৃতীয় এই সিনেমাটির শুরুটা আশানুরূপ হয়নি। প্রথমদিনের পর দ্বিতীয় দিনেও আগের দুই সিনেমার তুলনায় অনেকটাই কম আয় করেছে ডাঙ্কি।
সচনিল্কের রিপোর্ট অনুযায়ী, বক্স অফিসে শাহরুখের ডাঙ্কি দ্বিতীয় দিনে মাত্র ২০ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে প্রথমদিন এটির আয় ছিল ৩০ কোটি। দুইদিনে বক্স অফিসে ডাঙ্কি সর্বমোট ৪৯.২০ কোটি রুপি আয় করেছে।
এদিকে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, ‘ডাঙ্কি’ দ্বিতীয় দিনে ভারতীয় বক্স অফিসে ২১ কোটি রুপি আয় করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘পুরো বিশ্ব থেকে ভালোবাসা পাচ্ছে এই সিনেমা। ৫৮ কোটি রুপির ব্যবসা করেছে ডাঙ্কি বিশ্বজুড়ে।’
‘ডাঙ্কি’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন রাজকুমার হিরানি এবং শাহরুখ খান। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।
বিজনেস আওয়ার/২৩ডিসেম্বর/বিএইচ