বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ১.৮১ শতাংশ কমেছে। একইসঙ্গে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ০.১১ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৬ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে ৬ হাজার ২৪৯ দশমিক ২৯ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে এক হাজার ৩৬৫ দশমিক ৪৪ পয়েন্টে পৌঁছায়।
অন্যদিকে ডিএস৩০ সূচক ১২.৫৪ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে দুই হাজার ৯৪ দশমিক ৫৮ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল ২০৬ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৭টির। দৈনিক গড় লেনদেন হয় ৫৮৫ কোটি ৫৭ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৫৯৬ কোটি ৩৫ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ১.৮১ শতাংশ।
বিজনেস আওয়ার/এএইচএ