বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির লোকসান বেড়েছে ৫৮ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.১২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটি লোকসান বেড়েছে ০.০৭ টাকা বা ৫৮.৩৩ শতাংশ।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ঋণাত্বক ০.৫৮ টাকা, যা গত বছর ঋণাত্বক ০.২৪ টাকা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭.৬৬ টাকা।
বিজনেস আওয়ার/এএইচএ