বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (০৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩১ লাখ ২০ হাজার ৯৪৮টি শেয়ার ৭১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ১৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকার প্যারামাউন্ট টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩০ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের ।
এছাড়া ইউনিয়ন ক্যাপিটালের ২৭ লাখ ৮৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ লাখ ১২ হাজার টাকার, সিলকো ফার্মার ৫১ লাখ ৬০ হাজার টাকার, সী পার্লের ৩২ লাখ ১২ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৮৩ লাখ ৫০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ২৩ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৪ লাখ ৪৯ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৯৫ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৮০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯১ লাখ ৭১ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সের ৩১ লাখ ১২ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৬০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৮ লাখ ৮২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৩৩ লাখ ২০ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৬ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৭ লাখ ৯৫ হাজার টাকার এবং আমান কটনের ৫ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২০/এস