বিজনেস আওয়ার প্রতিবেদক: আজ বড়দিনে ঘোরা-ঘুরি করে সময় কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে নাজমুল হাসান শান্ত-মেহেদী হাসান মিরাজরাও বেরিয়ে পড়েছিলেন নেপিয়ারের সৌন্দর্য দেখতে।
দিনে ঘোরা-ঘুরির পর রাতে দলের সব সদস্যরা মিলে করেছেন ডিনার। তবে এই বিশ্রামের সময় আর খুব বেশি পাচ্ছে না বাংলাদেশ দল। আগামীকালই আবার অনুশীলনে ফিরবে তারা। টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে।
টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি : আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) প্রথম টি-২০ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দুপুর ১২ টা ১০ মিনিট অনুষ্ঠিত হবে, দ্বিতীয় টি-২০ (২৯ ডিসেম্বর) শুক্রবার) বে ওভাল, মাউন্ট মঙ্গানুয়ে দুপুর ১২ টা ১০ মিনিট। ৩১ ডিসেম্বর (রোববার) তৃতীয় টি-২০ বে ওভাল, মাউন্ট মঙ্গানুয়ে সকাল ৬টা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
বিজনেস আওয়ার/বিএইচ