ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শর্ত ভঙ্গের অভিযোগে ‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ পড়লেন বাপ্পী

  • পোস্ট হয়েছে : ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • 64

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শর্ত ভঙ্গের অভিযোগে মিনেমা থাকে বাদ পড়লেন।

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। এটি প্রযোজনা করবে অন্তর শোবিজ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল নায়ক বাপ্পি চৌধুরীর। এছাড়া বিভিন্ন চরিত্রে থাকবেন আরও আটজন নায়ক।

সিনেমাটি নিয়ে কিছু শর্ত ভঙ্গ করার জন্য বাদ পড়েছেন বলে জানিয়েছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তিনি বলেন, ‘বাপ্পি চৌধুরীকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করানো হয়েছিল। কিন্তু শর্ত ভঙ্গ করার জন্য তাকে সিনেমাটিতে রাখা সম্ভব হচ্ছে না।’

তবে বাপ্পি চৌধুরী বলছেন ভিন্ন কথা। নায়কের ভাষ্য, আমাকে যে চিত্রনাট্য দেখিয়ে চুক্তিবদ্ধ করানো হয়েছে। পরে দেখি সেটার আমূল পরিবর্তন। তাই আমিই সিনেমাটি থেকে সরে এসেছি।

মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা।

সেই ঘটনা নিয়ে বিগ বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শর্ত ভঙ্গের অভিযোগে ‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ পড়লেন বাপ্পী

পোস্ট হয়েছে : ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শর্ত ভঙ্গের অভিযোগে মিনেমা থাকে বাদ পড়লেন।

১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। এটি প্রযোজনা করবে অন্তর শোবিজ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল নায়ক বাপ্পি চৌধুরীর। এছাড়া বিভিন্ন চরিত্রে থাকবেন আরও আটজন নায়ক।

সিনেমাটি নিয়ে কিছু শর্ত ভঙ্গ করার জন্য বাদ পড়েছেন বলে জানিয়েছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তিনি বলেন, ‘বাপ্পি চৌধুরীকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করানো হয়েছিল। কিন্তু শর্ত ভঙ্গ করার জন্য তাকে সিনেমাটিতে রাখা সম্ভব হচ্ছে না।’

তবে বাপ্পি চৌধুরী বলছেন ভিন্ন কথা। নায়কের ভাষ্য, আমাকে যে চিত্রনাট্য দেখিয়ে চুক্তিবদ্ধ করানো হয়েছে। পরে দেখি সেটার আমূল পরিবর্তন। তাই আমিই সিনেমাটি থেকে সরে এসেছি।

মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা।

সেই ঘটনা নিয়ে বিগ বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: