ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুতায় দুই মেয়ের নাম লিখে খাজার অভিনব প্রতিবাদ

  • পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • 113

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে গিয়ে আইসিসির বাধার মুখে পড়েছেন উসমান খাজা। কিন্তু এই অজি ওপেনারকে থামাতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার জুতায় দুই মেয়ের নাম লিখে খেলতে নেমে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন খাজা।

আজ মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খাজা যখন মাঠে নামেন, ক্যামেরার নজর ছিল তার জুতার দিকেই। ক্রিজের দিকে হাঁটার সময় ক্যামেরায় ধরা পড়ে, জুতায় খাজার দুই মেয়ে আয়লা ও আয়শা লেখা রয়েছে।

এর আগে পার্থে প্রথম টেস্টে জুতায় ‘সব জীবন সমান’ ও ‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে নামতে চেয়েছিলেন খাজা। মূলত ফিলিস্তিনের গাজায় হওয়া নির্যাতনের প্রতিবাদ জানাতেই এটি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ অবধি আইসিসির বাধার কারণে পারেননি।

এরপর কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন খাজা। এটি অবশ্য এমনিতে নিয়মিত ঘটনাই ক্রিকেটে। কোনো আন্তর্জাতিক ক্রিকেটার, তাদের পরিবারের সদস্য ও নির্দিষ্ট কোনো ঘটনায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন ক্রিকেটাররা। কিন্তু এজন্য আগে থেকে আইসিসির অনুমতি নিতে হয়। এজন্য আইসিসি তাকে ভর্ৎসনা করে।

খাজা অবশ্য দমে যাওয়ার পাত্র নন। বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনে শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও বাধা দেয় আইসিসি। তবে খাজা তার দলের অধিনায়ক প্যাট কামিন্সের সমর্থন পেয়েছেন। এমনকি আইসিসির দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যারিবীয় গ্রেট মাইকেল হোল্ডিংও। তার যুক্তি, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে আইসিসি ঠিকই বার্তা দেওয়ার সুযোগ দিয়েছে। তাহলে খাজা কী দোষ করলেন? আইসিসির বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগও এনেছেন হোল্ডিং। খাজার পক্ষে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসিও। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘এক্স’-এ তিনি প্রশ্ন রেখেছেন, খাজার ভুল কোথায় তা ব্যাখ্যা করুক আইসিসি।

খাজা অবশ্য বারবার বলেছেন যে, তিনি কোনো রাজনৈতিক বার্তা দিচ্ছেন না। কিন্তু আইসিসি তার প্রতি পদক্ষেপেই বাধা দিয়েছে। যে কারণে এবার পায়ে দুই মেয়ের নাম লিখে মাঠে নেমে ভিন্নরকম প্রতিবাদ করলেন তিনি। এরপর ব্যাট হাতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দলকে ভালো শুরুও এনে দেন খাজা। ১০১ বলে খেলেন ৪২ রানের ইনিংস। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার বিদায় নেন ৩৮ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জুতায় দুই মেয়ের নাম লিখে খাজার অভিনব প্রতিবাদ

পোস্ট হয়েছে : ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে গিয়ে আইসিসির বাধার মুখে পড়েছেন উসমান খাজা। কিন্তু এই অজি ওপেনারকে থামাতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার জুতায় দুই মেয়ের নাম লিখে খেলতে নেমে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন খাজা।

আজ মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খাজা যখন মাঠে নামেন, ক্যামেরার নজর ছিল তার জুতার দিকেই। ক্রিজের দিকে হাঁটার সময় ক্যামেরায় ধরা পড়ে, জুতায় খাজার দুই মেয়ে আয়লা ও আয়শা লেখা রয়েছে।

এর আগে পার্থে প্রথম টেস্টে জুতায় ‘সব জীবন সমান’ ও ‘স্বাধীনতা মানুষের অধিকার’ লিখে নামতে চেয়েছিলেন খাজা। মূলত ফিলিস্তিনের গাজায় হওয়া নির্যাতনের প্রতিবাদ জানাতেই এটি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ অবধি আইসিসির বাধার কারণে পারেননি।

এরপর কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন খাজা। এটি অবশ্য এমনিতে নিয়মিত ঘটনাই ক্রিকেটে। কোনো আন্তর্জাতিক ক্রিকেটার, তাদের পরিবারের সদস্য ও নির্দিষ্ট কোনো ঘটনায় কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন ক্রিকেটাররা। কিন্তু এজন্য আগে থেকে আইসিসির অনুমতি নিতে হয়। এজন্য আইসিসি তাকে ভর্ৎসনা করে।

খাজা অবশ্য দমে যাওয়ার পাত্র নন। বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনে শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও বাধা দেয় আইসিসি। তবে খাজা তার দলের অধিনায়ক প্যাট কামিন্সের সমর্থন পেয়েছেন। এমনকি আইসিসির দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যারিবীয় গ্রেট মাইকেল হোল্ডিংও। তার যুক্তি, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে আইসিসি ঠিকই বার্তা দেওয়ার সুযোগ দিয়েছে। তাহলে খাজা কী দোষ করলেন? আইসিসির বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগও এনেছেন হোল্ডিং। খাজার পক্ষে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসিও। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘এক্স’-এ তিনি প্রশ্ন রেখেছেন, খাজার ভুল কোথায় তা ব্যাখ্যা করুক আইসিসি।

খাজা অবশ্য বারবার বলেছেন যে, তিনি কোনো রাজনৈতিক বার্তা দিচ্ছেন না। কিন্তু আইসিসি তার প্রতি পদক্ষেপেই বাধা দিয়েছে। যে কারণে এবার পায়ে দুই মেয়ের নাম লিখে মাঠে নেমে ভিন্নরকম প্রতিবাদ করলেন তিনি। এরপর ব্যাট হাতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দলকে ভালো শুরুও এনে দেন খাজা। ১০১ বলে খেলেন ৪২ রানের ইনিংস। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার বিদায় নেন ৩৮ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: