ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেনুতে কথা অনুযায়ী খাসির পায়া না রাখায় ভাঙল বিয়ে

  • পোস্ট হয়েছে : ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • 96

বিজনেস আওয়ার ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় বাগ্দান অনুষ্ঠানের ভোজে অতিথিদের খাসির পায়া পরিবেশন না করায় বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ। কনেপক্ষ আগেই বলেছিল, আমিষ মেনুর অংশ হিসাবে খাসির পায়া পরিবেশন করা হবে।

কিন্তু তা পরিবেশন না করায় বরপক্ষ ভীষণ ক্ষুব্ধ হয়। এ নিয়ে তুমুল বিবাদের জেরে শেষমেশ বিয়ে ভেঙে দেওয়া হয়।

বাগ্‌দানের পর খাওয়ার পর্বে কনেপক্ষ নিজেদের পরিবারের সদস্য, বরের আত্মীয়স্বজনসহ অতিথিদের জন্য একটি আমিষ মেনু রেখেছিল। কিন্তু এই আমিষ মেনুতে কথা অনুযায়ী খাসির পায়া ছিল না।

বাগ্‌দান অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন অতিথিরা লক্ষ করেন, কনেপক্ষের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়।

তখন কনের পরিবার নিশ্চিত করে যে খাবারে খাসির পায়া রাখা হয়নি। কনেপক্ষ এ কথা স্বীকার করলে বিবাদ আরও বাড়ে।

দুই পক্ষের মধ্যে ঝগড়া এমন অবস্থায় পৌঁছে যে একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা বিবাদ মেটানোর চেষ্টা করেন। তাঁরা বরের পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা কিছুতেই শান্ত হচ্ছিলেন না।

কনেপক্ষের পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী খাবারে খাসির পায়া না দেওয়ার বিষয়টিকে ‘অপমান’ বলে অভিহিত করে বরপক্ষ।

বরপক্ষ অভিযোগ করে বলে, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাঁদের কাছে এই সত্য গোপন করেছে যে মেনুতে খাসির পায়া নেই।

শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে ভেঙে দেয়।

কনের বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদ, বরের বাড়ি জাগতিয়াল। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই বলছেন, এ ঘটনার সঙ্গে বহুল প্রশংসিত একটি তেলেগু সিনেমার দৃশ্যের মিল আছে।

বিজনেস আওয়ার/২৬ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেনুতে কথা অনুযায়ী খাসির পায়া না রাখায় ভাঙল বিয়ে

পোস্ট হয়েছে : ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় বাগ্দান অনুষ্ঠানের ভোজে অতিথিদের খাসির পায়া পরিবেশন না করায় বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ। কনেপক্ষ আগেই বলেছিল, আমিষ মেনুর অংশ হিসাবে খাসির পায়া পরিবেশন করা হবে।

কিন্তু তা পরিবেশন না করায় বরপক্ষ ভীষণ ক্ষুব্ধ হয়। এ নিয়ে তুমুল বিবাদের জেরে শেষমেশ বিয়ে ভেঙে দেওয়া হয়।

বাগ্‌দানের পর খাওয়ার পর্বে কনেপক্ষ নিজেদের পরিবারের সদস্য, বরের আত্মীয়স্বজনসহ অতিথিদের জন্য একটি আমিষ মেনু রেখেছিল। কিন্তু এই আমিষ মেনুতে কথা অনুযায়ী খাসির পায়া ছিল না।

বাগ্‌দান অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন অতিথিরা লক্ষ করেন, কনেপক্ষের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়।

তখন কনের পরিবার নিশ্চিত করে যে খাবারে খাসির পায়া রাখা হয়নি। কনেপক্ষ এ কথা স্বীকার করলে বিবাদ আরও বাড়ে।

দুই পক্ষের মধ্যে ঝগড়া এমন অবস্থায় পৌঁছে যে একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। স্থানীয় পুলিশ স্টেশনের কর্মকর্তারা বিবাদ মেটানোর চেষ্টা করেন। তাঁরা বরের পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা কিছুতেই শান্ত হচ্ছিলেন না।

কনেপক্ষের পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী খাবারে খাসির পায়া না দেওয়ার বিষয়টিকে ‘অপমান’ বলে অভিহিত করে বরপক্ষ।

বরপক্ষ অভিযোগ করে বলে, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাঁদের কাছে এই সত্য গোপন করেছে যে মেনুতে খাসির পায়া নেই।

শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে ভেঙে দেয়।

কনের বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদ, বরের বাড়ি জাগতিয়াল। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই বলছেন, এ ঘটনার সঙ্গে বহুল প্রশংসিত একটি তেলেগু সিনেমার দৃশ্যের মিল আছে।

বিজনেস আওয়ার/২৬ডিসেম্বর/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: