বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে এসে আটকেপড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ আরেক দফা বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত করেছে সৌদি আরব সরকার।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেছেন, “সবার ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা আমাদের জানিয়েছে সৌদি সরকার।”
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে ২০ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করেন। ২০১৯-২০ অর্থবছরে যে এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে, তার মধ্যে ৪০১ কোটি ৫১ লাখ ডলারই সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন।
করোনাভাইরাস মহামারীকালে সৌদি আরব প্রবাসী যারা দেশে এসেছিলেন, দেশটির সরকার বিমান চলাচল পুনরায় শুরু করলেও বাংলাদেশ থেকে যাওয়ায় দেখা দেয় বিপত্তি।
সৌদি আরবের অনুমতি না মেলায় সেদেশে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করতে পারছিল না বিমান। ফলে সৌদিতে কর্মরত অনেক বাংলাদেশি বিমানের টিকেট কেটে রেখেও যেতে পারছিলেন না। অন্যদিকে ফ্লাইট কম থাকায় সৌদিয়া এয়ারলাইন্সও এত যাত্রীর চাপ নিতে পারছিল না।
এই পরিস্থিতিতে সৌদি প্রবাসী কর্মীরা বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স অফিসের সামনে টানা বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে আটকেপড়াদের ভিসার মেয়াদ এবং ২৪ দিনের জন্য ইকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে।
বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০২০/কমা