ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সম্ভাবনা রয়েছে: হাবিবুল বাশার

  • পোস্ট হয়েছে : ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 109

বিজনেস আওয়ার প্রতিবেদক: টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, এখনও টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের পথ খোলা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তিনি ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার। তবুও টি-টোয়েন্টি দলে তার ডাক পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিশেষ করে আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্পষ্ট নিশ্চয়তা না দিলেও, রিয়াদের ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাবিবুল বাশার।

আজ শনিবার (৩০ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির এই সহকারী নির্বাচক। বাশার বলেন, ‘রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তখন সুযোগ তো সবসময় আছে, যেহেতু সে সাদা বলের ফরম্যাট ওডিআইতে খেলছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে কি না, আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব। সামনে যেহেতু বিপিএলটা হচ্ছে, সেখানে আশা করছি আরও নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ভালো বলেই মনে করেন বাশার। বিশেষ করে বিপিএলের প্রসঙ্গ টেনে বললেন, আরও ভালো খেলোয়াড়ের অপেক্ষায় থাকার কথা। চলতি বছরের এখন পর্যন্ত টাইগাররা ১৩ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে সুষম প্রতিযোগিতার আশা করছেন বাশার, ‘আমরা আগে টি-টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে ছিলাম। কিন্তু এখন টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করা শুরু করেছি। সর্বশেষ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজ হারিয়েছিলাম আমরা। এবার নিউজিল্যান্ড গিয়ে ভালো করেছি। তো আশা করতেই পারি সামনে আরও ভালো খেলব। যেহেতু সামনে বিশ্বকাপ আছে। বিপিএল দিয়ে আশা করছি আরও খেলোয়াড় পাব, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটটাতে একটু প্রতিযোগিতা কম খেলোয়াড়দের মধ্যে। যদি সেটা তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো।’

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সম্ভাবনা রয়েছে: হাবিবুল বাশার

পোস্ট হয়েছে : ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, এখনও টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের পথ খোলা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তিনি ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার। তবুও টি-টোয়েন্টি দলে তার ডাক পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিশেষ করে আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্পষ্ট নিশ্চয়তা না দিলেও, রিয়াদের ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাবিবুল বাশার।

আজ শনিবার (৩০ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির এই সহকারী নির্বাচক। বাশার বলেন, ‘রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তখন সুযোগ তো সবসময় আছে, যেহেতু সে সাদা বলের ফরম্যাট ওডিআইতে খেলছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে কি না, আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব। সামনে যেহেতু বিপিএলটা হচ্ছে, সেখানে আশা করছি আরও নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ভালো বলেই মনে করেন বাশার। বিশেষ করে বিপিএলের প্রসঙ্গ টেনে বললেন, আরও ভালো খেলোয়াড়ের অপেক্ষায় থাকার কথা। চলতি বছরের এখন পর্যন্ত টাইগাররা ১৩ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ক্রিকেটারদের মধ্যে সুষম প্রতিযোগিতার আশা করছেন বাশার, ‘আমরা আগে টি-টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে ছিলাম। কিন্তু এখন টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করা শুরু করেছি। সর্বশেষ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজ হারিয়েছিলাম আমরা। এবার নিউজিল্যান্ড গিয়ে ভালো করেছি। তো আশা করতেই পারি সামনে আরও ভালো খেলব। যেহেতু সামনে বিশ্বকাপ আছে। বিপিএল দিয়ে আশা করছি আরও খেলোয়াড় পাব, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটটাতে একটু প্রতিযোগিতা কম খেলোয়াড়দের মধ্যে। যদি সেটা তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো।’

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: