ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভাই-বোনে লড়াই হবে কাপাসিয়ায়

  • পোস্ট হয়েছে : ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 51

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে বাকি আর মাত্র এক সপ্তাহ, জমে উঠেছে নির্বাচনি প্রচার। গাজীপুর-৪ কাপাসিয়া আসনে মূলত লড়াই হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মধ্যে। তারা মামাত-ফুফাত ভাই-বোন হলেও ভোটের মাঠে তাদের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ বঙ্গতাজ শহিদ তাজউদ্দীন আহমদের ভাগ্নে।

ফুফাতো ভাই আলম আহমেদের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে লড়ছেন রিমি। একই সঙ্গে ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে প্রচার চালাচ্ছেন তিনি।

জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপের অভিযোগে এ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে ১৩ ডিসেম্বর কমিশন আবেদন খারিজ করে দেয়। পরে আলম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এই আদেশের পর আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে প্রচার চালাচ্ছেন।

অপরদিকে, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেন রিমি। বুধবার চেম্বার আদালত তা মঞ্জুর করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।

গাজীপুর-৪ আসনে মোট ভোটা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন ও নারী ১ লাখ ৫৫ হাজার ৮৭৬ জন। এ আসনে ভোট কেন্দ্র ১২২টি এবং বুথ ৬০৪টি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভাই-বোনে লড়াই হবে কাপাসিয়ায়

পোস্ট হয়েছে : ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে বাকি আর মাত্র এক সপ্তাহ, জমে উঠেছে নির্বাচনি প্রচার। গাজীপুর-৪ কাপাসিয়া আসনে মূলত লড়াই হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মধ্যে। তারা মামাত-ফুফাত ভাই-বোন হলেও ভোটের মাঠে তাদের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে।

সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ বঙ্গতাজ শহিদ তাজউদ্দীন আহমদের ভাগ্নে।

ফুফাতো ভাই আলম আহমেদের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে লড়ছেন রিমি। একই সঙ্গে ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে প্রচার চালাচ্ছেন তিনি।

জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপের অভিযোগে এ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে ১৩ ডিসেম্বর কমিশন আবেদন খারিজ করে দেয়। পরে আলম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এই আদেশের পর আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে প্রচার চালাচ্ছেন।

অপরদিকে, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেন রিমি। বুধবার চেম্বার আদালত তা মঞ্জুর করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।

গাজীপুর-৪ আসনে মোট ভোটা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন ও নারী ১ লাখ ৫৫ হাজার ৮৭৬ জন। এ আসনে ভোট কেন্দ্র ১২২টি এবং বুথ ৬০৪টি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: