বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (০৮ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০২টির বা ৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। আগের দিনের মতো আজও ডিএসইতে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। ডিএস্ই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৪০.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৮৬৯.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭০.৫০ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওয়ালটন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
আজ ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে তশরিফার ৫.৯৭ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫.৪০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫.১৯ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.০৬ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৪.৫৪ শতাংশ, আমান কটনের ৪.৩৭ শতাংশ, ইন্ট্রাকোর ৪.৩৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.২২ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর ৪.২০ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০২০/এস