ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

  • পোস্ট হয়েছে : ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • 67

বিজনেস আওয়ার ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে আবির হোসেন (৩৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত আবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। তিনি পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, নিহত আবির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। আমেরিকায় পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরি করতেন তিনি। সেখানে তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তাদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করলে আবীরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আবির সেখানেই মারা যান।

তিনি আরও বলেন, আবিরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়নের সদস্য খায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আবির হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি ঢাবির সাবেক ছাত্র। লামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকায় গিয়েছিলেন। সেখানে তিনি তার স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহীন খান এক ফেসবুক পোস্টে জানান, ‘অত্যন্ত সহজ-সরল অথচ মেধাবী ছাত্র আবির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। বিসিএসসহ অন্য কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কিছুদিন বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও পরে ব্র্যাকে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন। অনেকটা অভিমান নিয়েই এই বছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হলো না। দুর্বৃত্তের গুলি কেড়ে নিল তাকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর মনের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারাল তাদের প্রিয়জনকে।’

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

পোস্ট হয়েছে : ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে আবির হোসেন (৩৮) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত আবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী। তিনি পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

এ বিষয়ে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, নিহত আবির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। আমেরিকায় পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরি করতেন তিনি। সেখানে তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তাদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করলে আবীরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আবির সেখানেই মারা যান।

তিনি আরও বলেন, আবিরের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়নের সদস্য খায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আবির হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি ঢাবির সাবেক ছাত্র। লামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকায় গিয়েছিলেন। সেখানে তিনি তার স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহীন খান এক ফেসবুক পোস্টে জানান, ‘অত্যন্ত সহজ-সরল অথচ মেধাবী ছাত্র আবির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। বিসিএসসহ অন্য কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কিছুদিন বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও পরে ব্র্যাকে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন। অনেকটা অভিমান নিয়েই এই বছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হলো না। দুর্বৃত্তের গুলি কেড়ে নিল তাকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর মনের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারাল তাদের প্রিয়জনকে।’

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: