বিজনেস আওয়ার প্রতিবেদক : অরাজকতা ও অনিয়মে ডুবে থাকা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবার শেয়ারহোল্ডারদের ভোটে নির্বাচিত মিনহাজ মান্নান ইমনকে সরিয়ে নিয়োগ দেওয়া হল সিদ্দিকুর রহমানকে। যিনি ডিএসইর সবচেয়ে জনপ্রিয় পরিচালক ছিলেন।
স্টক এক্সচেঞ্জটিতে অরাজকতা ও ইরেগুলেটরি চলছে বলে সম্প্রতি একুশে টেলিভিশনের এক সাক্ষাতকারে জানান ডিএসইর বর্তমান পরিচালক রকিবুর রহমান। একইসঙ্গে তা খতিয়ে দেখতে বিএসইসিকে অনুরোধ করেন তিনি। এবার তারই নেতৃত্বে ইমনকে সড়িয়ে দেওয়া হল।
মিনহাজ মান্নান ইমন আইনী জটিলতার কারনে কারাগারে ছিলেন প্রায় ৪ মাস। যে কারনে ডিএসইর পর্ষদে ৩ মাসের বেশি অনুপস্থিত থাকার ক্ষেত্রে ছুটি নেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা পূরন করতে পারেননি। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে ডিএসইর এই শেয়ারহোল্ডার পরিচালক। যে নিজে ক্যান্সারের চিকিৎসার কারনে ৬ মাস অনুপস্থিত থাকলেও মিনহাজ মান্নান ইমন তার পরিচালক পদ শূন্য করার জন্য কোন পদক্ষেপ নেননি। যিনি শুধুমাত্র মৌখিকভাবে পর্ষদকে জানিয়েছিলেন।
আরও পড়ুন…..
ডিএসইতে কাকের মাংস খেলো কাক
ডিএসইর ভিতরে অরাজকতা ও অনিয়ম চলছে- রকিবুর রহমান
ইমনের জায়গায় ডিএসই’র শেয়ারহোল্ডার কোম্পানি স্টার্লিং স্টকস এন্ড সিকিউরিটিজ লি. এর চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানকে ডিএসইর পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডার পরিচালক হিসাবে মনোনিত করেছে৷ ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালকের একটি পদ শূন্য হওয়ায় কোম্পানিজ আইন ১৯৯৪ এর ৯১(১)(গ)এবং ডিএসই আর্টিকেলস্ অব এসোসিয়েশন এর আর্টিকেল ১৬৩ অনুযায়ী বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে মনোনিত করা হয়।
বর্তমানে তিনি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান৷ তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি৷ বিজিএমই’র সভাপতি হওয়ার আগে তিনি বিজিএমইএ’র ২০১০-২০১১ মেয়াদে সহ সভাপতি (অর্থ) এবং ২০১২-২০১৩ মেয়াদে দ্বিতীয় সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, পরিচালক পদে মিনহাজ মান্নান ইমনের মেয়াদ ছিলো আগামী ডিসেম্বর পর্যন্ত। সেই পদে আসা সিদ্দিকুর রহমানও ডিসেম্বর পর্যন্তই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।
বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০২০/এস
2 thoughts on “অরাজকতার ডিএসইতে ইমনকে সরিয়ে নিয়োগ দেওয়া হল সিদ্দিকুর রহমানকে”