বিজনেস আওয়ার প্রতিবেদক: বছরের প্রথম দিন ও সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৬টির বা ২৫.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে ইমাম বাটনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭১.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬.৯০ টাকা বা ৯.৮৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইমাম বাটন টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব আটোর ৯.৩৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.২৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.৪৫ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৮.০৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭.৬৬ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৭.০৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.০২ শতাংশ, আজিজ পাইপ্সের ৬.৭৮ শতাংশ এবং জেমিন সি ফুডের ৬.২৮ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/এএইচএ