বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে করপোরেট বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন সোমবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
১লা জানুয়ারি ডিএসই এর সাথে ব্যাংক এশিয়া ১ম পার্পিচ্যুয়াল বন্ড এর তালিকাভুক্তিকরন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং ব্যাংক এশিয়া লিঃ এর পক্ষে প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সাইফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান মোঃ রবিউল ইসলাম, ব্যাংক এশিয়া লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাসসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বন্ডটির ইস্যু ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিঃ।
বিজনেস আওয়ার/এএইচএ