বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩২ টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টি বা ১০.২৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৭.৫০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৫১.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৭০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- খান ব্রাদার পিপির ৭.৮৩ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৪.৯৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.৪০ শতাংশ, ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের ৪.১৭ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৪.১৫ শতাংশ, আরামিট সিমেন্টের ২.৯৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২.৩৫ শতাংশ, রুপালী ইন্স্যুরেন্সের ১.৬৯ শতাংশ এবং ন্যাশনাল টি’র ১.৬৪ শতাংশ।
বিজনেস আওয়ার/এএইচএ