বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩২টির বা ৩৯.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়ালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়ালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.১০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.০ টাকা বা ৯.৯০ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি সোনালী ব্যাংকের ৯.৩৩ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলীর ৯.৮৮ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৪ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবির ৯.৫৮ শতাংশ, বিডি থাইয়ের ৯.৪৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল’র ৯.৩৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ ৯.৩৫ শতাংশ, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ৯.২৬ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজের ৮.৯৮ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/এএইচএ