ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পূবালী ব্যাংকের সাফল্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির অভিনন্দন

  • পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • 70

বিজনেস আওয়ার প্রতিবেদক: পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি গ্রাহকসেবার মান বৃদ্ধি, প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন এবং নিরাপদ ব্যাংকিংয়ে ইতোমধ্যে গ্রাহকদের মাঝে সম্মানজনক অবস্থান তৈরী করেছে। উন্নয়নের ধারাবাহিকতায় গত বছর রেকর্ড ১ হাজার ৭৫৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের এ সম্মানজনক সমৃদ্ধিতে পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং তার টিমকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উপদেষ্টাদ্বয় ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী ও শফিউল আলম খান চৌধুরী, সমিতির সদস্য প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক ও প্রাক্তন মহাব্যবস্থাপক বি এম শহীদুল হক, প্রাক্তন মহাব্যবস্থাপকবৃন্দ এবং বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পূবালী ব্যাংক বাংলাদেশের কোটি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে। ৫০৪টি শাখা, ১৮৯টি উপ-শাখা, ১৮টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং প্রায় ১০ হাজার সুদক্ষ নিবেদিত কর্মী বাহিনী নিয়ে পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ব্যাংকের সব গ্রাহক, বর্তমান ও প্রাক্তন সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘পূবালী ব্যাংকের উৎকর্ষ এবং উদ্ভাবনে অগ্রগতির নিদর্শন আজকের এই অর্জন। পূবালী ব্যাংক স্বচ্ছ নীতির অধীনে পরিচালিত হয় এবং দৃঢ়ভাবে কর্পোরেট সুশাসনে বিশ্বাস করে। পূবালী ব্যাংকের অভিজ্ঞতা, মূল্যবোধ, নৈতিকতা গ্রাহকদের সর্বোত্তম স্বার্থভিত্তিক সিদ্ধান্ত নিতে আমাদের উদ্বুদ্ধ করে।’

উল্লেখ্য, ১৯৮৫ সালে পূবালী ব্যাংক বেসরকারিকরণ হয়ে ব্যক্তি খাতে নতুন ব্যবস্থাপনায় আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য উদ্ভাবন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে ক্রমাগত বিকশিত হয়েছে এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকটি তার পরিষেবার ডিজিটালাইজেশনে অগ্রণী পদক্ষেপ নিয়েছে। ইন্টারনেট ব্যাংকিং, পাই ব্যাংকিং মোবাইল অ্যাপস এবং বিস্তৃত এটিএম বুথ পরিষেবাসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং পরিষেবাগুলোকে অন্তর্ভুক্ত করেছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পূবালী ব্যাংকের সব শাখায় ইসলামিক ব্যাংকিং সেবাও দেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পূবালী ব্যাংকের সাফল্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির অভিনন্দন

পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি গ্রাহকসেবার মান বৃদ্ধি, প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন এবং নিরাপদ ব্যাংকিংয়ে ইতোমধ্যে গ্রাহকদের মাঝে সম্মানজনক অবস্থান তৈরী করেছে। উন্নয়নের ধারাবাহিকতায় গত বছর রেকর্ড ১ হাজার ৭৫৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের এ সম্মানজনক সমৃদ্ধিতে পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং তার টিমকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উপদেষ্টাদ্বয় ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী ও শফিউল আলম খান চৌধুরী, সমিতির সদস্য প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক ও প্রাক্তন মহাব্যবস্থাপক বি এম শহীদুল হক, প্রাক্তন মহাব্যবস্থাপকবৃন্দ এবং বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পূবালী ব্যাংক বাংলাদেশের কোটি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে। ৫০৪টি শাখা, ১৮৯টি উপ-শাখা, ১৮টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং প্রায় ১০ হাজার সুদক্ষ নিবেদিত কর্মী বাহিনী নিয়ে পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ব্যাংকের সব গ্রাহক, বর্তমান ও প্রাক্তন সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘পূবালী ব্যাংকের উৎকর্ষ এবং উদ্ভাবনে অগ্রগতির নিদর্শন আজকের এই অর্জন। পূবালী ব্যাংক স্বচ্ছ নীতির অধীনে পরিচালিত হয় এবং দৃঢ়ভাবে কর্পোরেট সুশাসনে বিশ্বাস করে। পূবালী ব্যাংকের অভিজ্ঞতা, মূল্যবোধ, নৈতিকতা গ্রাহকদের সর্বোত্তম স্বার্থভিত্তিক সিদ্ধান্ত নিতে আমাদের উদ্বুদ্ধ করে।’

উল্লেখ্য, ১৯৮৫ সালে পূবালী ব্যাংক বেসরকারিকরণ হয়ে ব্যক্তি খাতে নতুন ব্যবস্থাপনায় আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য উদ্ভাবন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে ক্রমাগত বিকশিত হয়েছে এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকটি তার পরিষেবার ডিজিটালাইজেশনে অগ্রণী পদক্ষেপ নিয়েছে। ইন্টারনেট ব্যাংকিং, পাই ব্যাংকিং মোবাইল অ্যাপস এবং বিস্তৃত এটিএম বুথ পরিষেবাসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং পরিষেবাগুলোকে অন্তর্ভুক্ত করেছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পূবালী ব্যাংকের সব শাখায় ইসলামিক ব্যাংকিং সেবাও দেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: