ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শীর্ষে

  • পোস্ট হয়েছে : ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক: উত্তরের জেলা পঞ্চগড়ে চড়া শীতের পারদ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন।

তবে, ঘন কুয়াশা কাটিয়ে ভোরেই দেখা মিলেছে সূর্যের। এর আগে, গতকাল একই সময় জেলায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে, কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মতো শিশির পড়ে। সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যার পর থেকে শীত বেশি অনুভূত হয়।

তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের মানুষজন। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকেরাও। সকালেও তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, পঞ্চগড়ে আজ সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে, কুয়াশা কম থাকায় সকালেই রোদ উঠেছে। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শীর্ষে

পোস্ট হয়েছে : ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: উত্তরের জেলা পঞ্চগড়ে চড়া শীতের পারদ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন।

তবে, ঘন কুয়াশা কাটিয়ে ভোরেই দেখা মিলেছে সূর্যের। এর আগে, গতকাল একই সময় জেলায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে, কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মতো শিশির পড়ে। সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যার পর থেকে শীত বেশি অনুভূত হয়।

তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের মানুষজন। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকেরাও। সকালেও তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, পঞ্চগড়ে আজ সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে, কুয়াশা কম থাকায় সকালেই রোদ উঠেছে। সামনের দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: