ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

  • পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 22

বিজনেস আওয়ার প্রতিনিধি: টানা পাঁচদিনের শৈত্যপ্রবাহ জুবুথুবু কাঁপছেন পঞ্চগড়ের মানুষজন। এদিন হালকা কুয়াশা ভেদ করে জেগে উঠেছে পূবালী সূর্য। তবে উত্তর-পশ্চিম থেকে প্রবাহিত হিমেল হাওয়ার শীত উপেক্ষা করে ভোট দিতে বেড়িয়েছেন ভোটাররা।

বোরবার (৭ জানুয়ারী) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেনির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

তিনি জানান, আজ পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীত বেশি লাগার কারণ হতে বায়ুর গতি বেগ। উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, সেটি শীতকালের। বাতাসের গতি বেগ বেশি হলে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। সে অনুপাতে এ অঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি হচ্ছে। আর দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকায় ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হচ্ছে।

আবহাওয়া দেওয়া তথ্যানুযায়ী, ১ জানুয়ারী থেকেই দেশের উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহ ছিল একদিন, মৃদু শৈত্য প্রবাহ ছিল ৪ দিন।

তাপমাত্রার রেকর্ডে দেখা যায়, শনিবার (৬ জানুয়ারী) ৯ দশমিক ৭ ডিগ্রি, শুক্রবার (৫ জানুয়ারী) ৮ দশমিক ৪ ডিগ্রি, বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ৮ দশমিক ৫, বুধবার (৩ জানুয়ারী) ৭ দশমিক ৪, মঙ্গলবার (২ জানুয়ারী) ১০ দশমিক ৭ ও সোমবার (১ জানুয়ারী) ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোরে হালকা কুয়াশা ভেদ করে জেগে উঠেছে পূবালী সূর্য। সূর্যের আলোয় তেমন তেজ নেই। হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে বিপাকে পড়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে রিকশাভ্যানচালকসহ শ্রমজীবী মানুষ। কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। শীত উপেক্ষা করেই ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা।

এদিকে শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে ঠাণ্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন চিকিৎসকরা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তীব্র শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিনিধি: টানা পাঁচদিনের শৈত্যপ্রবাহ জুবুথুবু কাঁপছেন পঞ্চগড়ের মানুষজন। এদিন হালকা কুয়াশা ভেদ করে জেগে উঠেছে পূবালী সূর্য। তবে উত্তর-পশ্চিম থেকে প্রবাহিত হিমেল হাওয়ার শীত উপেক্ষা করে ভোট দিতে বেড়িয়েছেন ভোটাররা।

বোরবার (৭ জানুয়ারী) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেনির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

তিনি জানান, আজ পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীত বেশি লাগার কারণ হতে বায়ুর গতি বেগ। উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, সেটি শীতকালের। বাতাসের গতি বেগ বেশি হলে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। সে অনুপাতে এ অঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি হচ্ছে। আর দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকায় ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হচ্ছে।

আবহাওয়া দেওয়া তথ্যানুযায়ী, ১ জানুয়ারী থেকেই দেশের উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহ ছিল একদিন, মৃদু শৈত্য প্রবাহ ছিল ৪ দিন।

তাপমাত্রার রেকর্ডে দেখা যায়, শনিবার (৬ জানুয়ারী) ৯ দশমিক ৭ ডিগ্রি, শুক্রবার (৫ জানুয়ারী) ৮ দশমিক ৪ ডিগ্রি, বৃহস্পতিবার (৪ জানুয়ারী) ৮ দশমিক ৫, বুধবার (৩ জানুয়ারী) ৭ দশমিক ৪, মঙ্গলবার (২ জানুয়ারী) ১০ দশমিক ৭ ও সোমবার (১ জানুয়ারী) ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোরে হালকা কুয়াশা ভেদ করে জেগে উঠেছে পূবালী সূর্য। সূর্যের আলোয় তেমন তেজ নেই। হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে বিপাকে পড়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে রিকশাভ্যানচালকসহ শ্রমজীবী মানুষ। কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। শীত উপেক্ষা করেই ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা।

এদিকে শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে ঠাণ্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন চিকিৎসকরা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: