ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে এটি : তারানা হালিম

  • পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক: দিন শেষে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তারানা হালিম।

রোববার (৭ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ভোট যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে একটি নির্বাচন আমাদের উপহার দিচ্ছে। যার কারণে এই কমিশন যেই ব্যবস্থাই নিচ্ছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না।

তিনি আরও বলেন, অনেক প্রার্থী অতি উৎসাহী হয়ে অনেক সময় দাঁড়িয়ে যায়। যে কারণে তারা ঠিকমতো পোলিং এজেন্ট দিতে পারে না। সে ক্ষেত্রে হয়তো কিছু প্রার্থীর পোলিং এজেন্ট নাই। এছাড়া অন্যান্য অনেক প্রার্থীর পোলিং এজেন্ট আছে, আওয়ামী লীগেরও পোলিং এজেন্ট আছে, জাতীয় পার্টিরও পোলিং এজেন্ট আছে।

এদিকে সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে এটি : তারানা হালিম

পোস্ট হয়েছে : ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দিন শেষে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তারানা হালিম।

রোববার (৭ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ভোট যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে একটি নির্বাচন আমাদের উপহার দিচ্ছে। যার কারণে এই কমিশন যেই ব্যবস্থাই নিচ্ছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না।

তিনি আরও বলেন, অনেক প্রার্থী অতি উৎসাহী হয়ে অনেক সময় দাঁড়িয়ে যায়। যে কারণে তারা ঠিকমতো পোলিং এজেন্ট দিতে পারে না। সে ক্ষেত্রে হয়তো কিছু প্রার্থীর পোলিং এজেন্ট নাই। এছাড়া অন্যান্য অনেক প্রার্থীর পোলিং এজেন্ট আছে, আওয়ামী লীগেরও পোলিং এজেন্ট আছে, জাতীয় পার্টিরও পোলিং এজেন্ট আছে।

এদিকে সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: