ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৬ আসনে আ.লীগের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

  • পোস্ট হয়েছে : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 17

বিজনেস আওয়ার প্রতিবেদক: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এক প্রেস বিফিংয়ে একথা জানান।

তবে ওই আসনে ভোট চলবে বলে জানান তিনি। ইসি সচিব বলেন, ‍“মোস্তাফিজুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন।”

ইসি সচিব বলেন, “তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের উপর চড়াও হয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।”

এর আগে, দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। আসনটির বর্তমান সংসদ সদস্য তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংবাদিকদের হয়রানি করার অভিযোগেও আলোচনায় এসেছিলেন এ সংসদ সদস্য।

তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল ইসি। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকে স্বতন্ত্রের প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চট্টগ্রাম-১৬ আসনে আ.লীগের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

পোস্ট হয়েছে : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এক প্রেস বিফিংয়ে একথা জানান।

তবে ওই আসনে ভোট চলবে বলে জানান তিনি। ইসি সচিব বলেন, ‍“মোস্তাফিজুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন।”

ইসি সচিব বলেন, “তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের উপর চড়াও হয়েছেন। সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।”

এর আগে, দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। আসনটির বর্তমান সংসদ সদস্য তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংবাদিকদের হয়রানি করার অভিযোগেও আলোচনায় এসেছিলেন এ সংসদ সদস্য।

তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল ইসি। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকে স্বতন্ত্রের প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: