ঝিনাইদহ প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনে বে-সরকারী ভাবে তিনটি নৌকা ও একটি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে ঝিনাইদহ-১- আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই, ঝিনাইদহ-২- আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহয়িরার জাহেদী মহুল ঈগল প্রতিক, ঝিনাইদহ-৩- আসনে নৌকার মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজি ও ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনার।
রোববার সকাল ৮টা থেকে বিরতীহিন ভাবে চারটি আসনের ৫৮৫টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা- ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া শান্তিপুর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল চারটার পরে ভোট গণনা শেষে স্ব-স্ব কেন্দ্র থেকে ফলাফল উপজেলা সহকারী রিটার্নি কর্মকর্তাদের কাছে আসতে শুরু করে।
পরিশেষে এ ভোট গণণায় বে-সরকারীভাবে ঝিনাইদহ-১- আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ৯৫হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতিকে পেয়েছেন ৭৯হাজার ৭২৮ ভোট।
ঝিনাইদহ-২- আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঈগল প্রতিকে ১লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার প্রার্থী তাহজিব আলম সিদ্দীকি পেয়েছেন ১লাখ ১৫ হাজার ১৫২ ভোট।
ঝিনাইদহ-৩- আসনে নৌকার মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজি ৮৩ হাজার ১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।
আর ঝিনাইদহ-৪- নৌকার প্রার্থী আনোয়ারুল আজিম আনার ৫১ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতিকে পেয়েছেন ৩১ হাজার ৭১ ভোট।
এ দিকে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা এস,এম রফিকুল ইসলাম জানান, জেলার চারটি আসনে ৪৫শতাংশ ভোট পোল হয়েছে। সকলের প্রচেষ্টায় তারা শান্তিপুর্নভাবে নির্বাচন উপহার দিতে পেরেছেন।
বিজনেস আওয়ার/এএইচএ