বিজনেস আওয়ার প্রতিবেদক: টানা ৩ দিন বন্ধ শেষে শেয়ারবাজার খুলছে আজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। এছাড়া গত শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) ছিল সাধারণ ছুটি। ফলে ৩ দিন বন্ধের পর দেশের ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সোমবার (৮ জানুয়ারি) খুলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সোমবার সকাল ১০টা থেকে উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এ লেনদেন চলবে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। সঙ্গে প্রি-ওপেনিং সময় ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর পোস্ট ক্লোজিং সময় নির্ধারণ করা হয়েছে ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: