ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বক্স অফিসে ডাঙ্কি নাকি সালার এগিয়ে

  • পোস্ট হয়েছে : ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 74

বিজনেস আওয়ার ডেস্ক: ২০২৩ সালের শেষে প্রেক্ষাগৃহে মুখোমুখি হন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী তারকা প্রভাস। গত ২১ ডিসেম্বর ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় শাহরুখের ‘ডাঙ্কি’। তার পরের দিন ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় প্রভাসের ‘সালার’।

মুক্তির আগে থেকেই আলোচনার শীর্ষে ‘ডাঙ্কি’, ‘সালার’। বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছে সিনেমা দুটি। তবে ‘সালার’ সিনেমার তুলনায় ‘ডাঙ্কি’ দেখে অধিক মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। গত বছরের শেষ দিন পর্যন্ত বক্স অফিসে শাহরুখের চেয়ে এগিয়ে ছিলেন প্রভাস। নতুন বছরের শুরুতেও এ ধারাবাহিকতা বজায় রাখেন তিনি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ডাঙ্কি’ আয় করে ২৯.২ কোটি রুপি। ১৮ তম দিনে আয় করে ৪.২৫ কোটি রুপি। এ পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে ২০৩.৯৫ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ৪৩৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫৭৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি।

অন্যদিকে ‘সালার’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ১০২ কোটি রুপি। ১৭ তম দিয়ে আয় করেছে ৩.৫ কোটি রুপি। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৩৭০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৬১৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮১১ কোটি ৯৪ লাখ টাকার বেশি।

‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীল নির্মাণ করেছেন ‘সালার’ সিনেমা। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন:- পৃথ্বিরাজ সুকুমার, ঐশ্বরী রাও, শ্রিয়া রেড্ডি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০০ কোটি রুপি।

রাজকুমার হিরানি নির্মিত ‘ডাঙ্কি’ সিনেমায় আরো অভিনয় করেছেন:- তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। এ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ-হিরানি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বক্স অফিসে ডাঙ্কি নাকি সালার এগিয়ে

পোস্ট হয়েছে : ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: ২০২৩ সালের শেষে প্রেক্ষাগৃহে মুখোমুখি হন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী তারকা প্রভাস। গত ২১ ডিসেম্বর ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় শাহরুখের ‘ডাঙ্কি’। তার পরের দিন ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় প্রভাসের ‘সালার’।

মুক্তির আগে থেকেই আলোচনার শীর্ষে ‘ডাঙ্কি’, ‘সালার’। বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছে সিনেমা দুটি। তবে ‘সালার’ সিনেমার তুলনায় ‘ডাঙ্কি’ দেখে অধিক মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। গত বছরের শেষ দিন পর্যন্ত বক্স অফিসে শাহরুখের চেয়ে এগিয়ে ছিলেন প্রভাস। নতুন বছরের শুরুতেও এ ধারাবাহিকতা বজায় রাখেন তিনি।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ডাঙ্কি’ আয় করে ২৯.২ কোটি রুপি। ১৮ তম দিনে আয় করে ৪.২৫ কোটি রুপি। এ পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে ২০৩.৯৫ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ৪৩৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫৭৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি।

অন্যদিকে ‘সালার’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ১০২ কোটি রুপি। ১৭ তম দিয়ে আয় করেছে ৩.৫ কোটি রুপি। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৩৭০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৬১৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮১১ কোটি ৯৪ লাখ টাকার বেশি।

‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীল নির্মাণ করেছেন ‘সালার’ সিনেমা। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন:- পৃথ্বিরাজ সুকুমার, ঐশ্বরী রাও, শ্রিয়া রেড্ডি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০০ কোটি রুপি।

রাজকুমার হিরানি নির্মিত ‘ডাঙ্কি’ সিনেমায় আরো অভিনয় করেছেন:- তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। এ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ-হিরানি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: