বিজনেস আওয়ার প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন আজ সোমবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এই উত্থানের মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন করেছে।
স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-অ্যাপেক্স ট্যানারি, বেঙ্গল বিস্কুট, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক, এফএএস ফাইন্যান্স, এফবিএফ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, জেএমআই হসপিটাল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার লিজিং, আরডি ফুড, সন্ধানী লাইফ ইন্সুরেন্স ও সোনারবাংলা ইন্সুরেন্স।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেঙ্গল বিস্কুট এসএমই বোর্ডের কোম্পানি। বাকিগুলো মূল মার্কেটের প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠান ১৪টির মধ্যে লেনদেনের শেষ পর্যন্ত ৫টি প্রতিষ্ঠান ফ্লোর প্রাইসের ওপরে থাকতে পেরেছে। বাকি ৯টি প্রতিষ্ঠান শেষ বেলায় ফের ফ্লোর প্রাইসে স্থান নিয়েছে।
ফ্লোর প্রাইসের ওপরে থাকা প্রতিষ্ঠান ৫টি হলো- এফএএস ফাইন্যান্স, এফবিএফ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, জেএমআই হসপিটাল ও আরডি ফুড।
বাকি ৯টি প্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি, বেঙ্গল বিস্কুট, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার লিজিং, আরডি ফুড, সন্ধানী ইন্সুরেন্স ও সোনারবাংলা ইন্সুরেন্স শেষ বেলায় ফ্লোর প্রাইসে এসে স্থান নিয়েছে।
ফ্লোর প্রাইসের ওপরে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং লেনদেনের এক পর্যায়ে বিক্রেতাশুন্য অবস্থান লেনদেন করেছে। তবে শেষ বেলায় বিক্রেতাদের সমাগম দেখা গেছে।
বিজনেস আওয়ার/এএইচএ