ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় ব্যবসায়ী-শিল্পপতিদের স্থান না দেওয়ার দাবি

  • পোস্ট হয়েছে : ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক: নতুন মন্ত্রিসভায় ব্যবসায়ী-শিল্পপতি ও সুযোগসন্ধানীদের স্থান না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা।

মানবন্ধনে বলা হয়, ব্যবসায়ী-শিল্পপতিরা সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর প্রভাব বিস্তার করে শিল্প স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে সিদ্ধহস্ত। তারপরেও যদি তারা সরাসরি ক্ষমতা হাতে পান তাহলে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের এবং নিকটজনদের স্বার্থকেই বেশি প্রাধান্য দিবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ দাবি করেন।

প্রজন্মের চেতনার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এম এম রাশেদ রাব্বি বলেন, নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে— বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ জন নির্বাচিত হয়েছেন; তাদের মূল পেশা ব্যবসা। এ ছাড়া, মাত্র ২৪ জন আইনজীবী, কৃষিজীবী দুজন এবং একজন শিক্ষাবিদ রয়েছেন। রাজনীতিবিদের সংখ্যা নিতান্তই নগণ্য। এই পরিস্থিতিতে নতুন যে মন্ত্রিসভা গঠন হবে সেখানে যেন ব্যবসায়ীদের স্থান না দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী হোসেন বলেন, ব্যবসায়ী-শিল্পপতি ও সুযোগসন্ধানীদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। বিগত সরকারগুলোর আমলে মন্ত্রিপরিষদে বিভিন্ন শ্রেণি-পেশার লোক যেমন ছিল তেমনি ছিল সুযোগসন্ধানীসহ ব্যবসায়ী-শিল্পপতিরাও।

বক্তারা বলেন, আমাদের সংবিধানেও বিধান রয়েছে, যারা শিল্প, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত তারা মন্ত্রী হতে পারবেন না। সংবিধান প্রণেতারা ব্যবসায়ী-শিল্পপতিদের মন্ত্রীর পদ থেকে খুব সঙ্গত কারণেই দূরে রাখতে চেয়েছেন। কারণ, যারা রাষ্ট্র পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন কিংবা রাজনীতি করেন তাদের জীবন, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য এবং অঙ্গীকার ব্যবসায়ী-শিল্পপতিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। ব্যতিক্রম ছাড়া ব্যবসায়ি-শিল্পপতিদের কাছে অর্থ-বিত্ত, আরাম-আয়েশ বড় কথা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মাসুদ আলম, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মো. ছালেক-উর-রহমান (সুমন) ও যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার আলীম।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মন্ত্রিসভায় ব্যবসায়ী-শিল্পপতিদের স্থান না দেওয়ার দাবি

পোস্ট হয়েছে : ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: নতুন মন্ত্রিসভায় ব্যবসায়ী-শিল্পপতি ও সুযোগসন্ধানীদের স্থান না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা।

মানবন্ধনে বলা হয়, ব্যবসায়ী-শিল্পপতিরা সরকার ও রাজনৈতিক নেতাদের ওপর প্রভাব বিস্তার করে শিল্প স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে সিদ্ধহস্ত। তারপরেও যদি তারা সরাসরি ক্ষমতা হাতে পান তাহলে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের এবং নিকটজনদের স্বার্থকেই বেশি প্রাধান্য দিবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এ দাবি করেন।

প্রজন্মের চেতনার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এম এম রাশেদ রাব্বি বলেন, নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে— বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ জন নির্বাচিত হয়েছেন; তাদের মূল পেশা ব্যবসা। এ ছাড়া, মাত্র ২৪ জন আইনজীবী, কৃষিজীবী দুজন এবং একজন শিক্ষাবিদ রয়েছেন। রাজনীতিবিদের সংখ্যা নিতান্তই নগণ্য। এই পরিস্থিতিতে নতুন যে মন্ত্রিসভা গঠন হবে সেখানে যেন ব্যবসায়ীদের স্থান না দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী হোসেন বলেন, ব্যবসায়ী-শিল্পপতি ও সুযোগসন্ধানীদের মন্ত্রিসভায় স্থান দেওয়ার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। বিগত সরকারগুলোর আমলে মন্ত্রিপরিষদে বিভিন্ন শ্রেণি-পেশার লোক যেমন ছিল তেমনি ছিল সুযোগসন্ধানীসহ ব্যবসায়ী-শিল্পপতিরাও।

বক্তারা বলেন, আমাদের সংবিধানেও বিধান রয়েছে, যারা শিল্প, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত তারা মন্ত্রী হতে পারবেন না। সংবিধান প্রণেতারা ব্যবসায়ী-শিল্পপতিদের মন্ত্রীর পদ থেকে খুব সঙ্গত কারণেই দূরে রাখতে চেয়েছেন। কারণ, যারা রাষ্ট্র পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন কিংবা রাজনীতি করেন তাদের জীবন, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য এবং অঙ্গীকার ব্যবসায়ী-শিল্পপতিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। ব্যতিক্রম ছাড়া ব্যবসায়ি-শিল্পপতিদের কাছে অর্থ-বিত্ত, আরাম-আয়েশ বড় কথা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মাসুদ আলম, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মো. ছালেক-উর-রহমান (সুমন) ও যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার আলীম।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: